ঝরা পালক কবি জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ। ১৯২৭ খ্রিস্টাব্দে (১৩৩৪ বঙ্গাব্দ) কলকাতা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। ঝরা পালক কাব্যগ্রন্থের ভূমিকায় জীবনানন্দ লিখেছেন:
ঝরা পালকের কতকগুলি কবিতা প্রবাসী, বঙ্গবাণী, কল্লোল,কালি-কলম, প্রগতি, বিজলি প্রভিতি পত্রিকায় প্রকাশিত হইয়াছিলো। বাকিগুলি নূতন।
শিরোনাম
ঝরা পালক
লেখক
জীবনানন্দ দাশ
দেশ
বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
ভাষা
বাংলা
ধরণ
আধুনিক বাংলা কবিতা
প্রকাশক
শ্রীসুধীরচন্দ্র সরকার
প্রকাশকাল
১৯২৭ খ্রিস্টাব্দ
মিডিয়া
মুদ্রিত গ্রন্থ
কবিতা
৩৫ টি (প্রথম প্রকাশ)
পাতা
১০৩ (প্রথম প্রকাশ)
স্বত্বাধীকার
ভারতীয় কপিরাইট আইনে পাবলিক ডোমেইন
ডাউনলোড
অনলাইন
উৎসর্গ
‘–কল্যাণীয়াসু–’
ভূমিকা
"ঝরা পালকের কতকগুলি কবিতা প্রবাসী, বঙ্গবাণী, কল্লোল, কালি-কলম, প্রগতি, বিজলী প্রভৃতি পত্রিকায় প্রকাশিত হইয়াছিল। বাকিগুলি নূতন।"
কলিকাতা। ১০ই আশ্বিন ১৩৩৪,
শ্রীজীবনানন্দ দাশ
No comments:
Write comments