৪৯
বেহাগ খেমটা
যেন
ফিরে না যায় এসে আজ
বঁধুয়া ফিরে না যায়।
সখী
দিসনে তোরা তারে লাজ
বঁধুয়া ফিরে না যায়॥
পথ ভুল করে
যায় আন-ঘরে জানি সই,
তবু
আমারই সে রাজাধিরাজ
বঁধুয়া ফিরে না যায়॥
ফুল চুরি ওর পেশা
ও শুধু চোখের নেশা, জানি সই,
একা
আমার ছবি তার হিয়া-মাঝ
বঁধুয়া ফিরে না যায়॥
সুন্দর বলে তায়
সকলে পাইতে চায়,
সে
পরাল মোরে প্রেমের তাজ
বঁধুয়া ফিরে না যায়॥
No comments:
Write comments