Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

চম্পক-পরনি টলমল তরণি

৬৭


গৌড় সারং কাওয়ালি


  


চম্পক-বরনি টলমল তরণি


চলে শ্যামা তরুণী যৌবন-গরবি।


ডাকে দূর পারাবার     ডাকে তারে বনপার,


লালসে ঝরে তার      পায়ে রাঙা করবী॥


চলে বালা দুলে দুলে,


এলো-খোঁপা পড়ে খুলে,


চাহে ভ্রমর কুসুম ভুলে


তনুর তার সুরভি॥


নাচের ছন্দে দোদুল


টলে তার চরণ চটুল,


হরিণী চায় পথ-বেভুল,


মায়া-লোক-বিহারিণী     রচি চলে ছায়াছবি॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !