Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

বৃথা তুই কাহার পরে

১১


তিলক-কামোদ মিশ্র কাহারবা


  


বৃথা তুই কাহার পরে করিস অভিমান।


পাষাণ-প্রতিমা সে-যে হৃদয় পাষাণ॥


রুপসির নয়নে জল নয়ন-শোভার তরে,


ও শুধু মেঘের লীলা নভে যে বাদল ঝরে,


   চাতকের তরে তাহার কাঁদে না পরান॥


   প্রণয়ের স্বপন-মায়া


   ধরিতে মিলায় কায়া,


গোধূলির রঙের খেলা ক্ষণে অবসান॥


   ফোটে ফুল কানন ভরে,


   সে কি তো মালার তরে?


প্রেমে হায় জোর চলে না, নাহি প্রতিদান॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !