Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

ভেঙো না ভেঙো না

২০


খাম্বাজ দাদরা


  


ভেঙো না ভেঙো না বঁধু তরুণ চামেলি-শাখা।


ফুলের নজরানা এর আজিও পাতায় ঢাকা॥


কুঞ্জ-দ্বারে থাকি থাকি বৃথা এত ডাকাডাকি,


আজিও এ বনের পাখি ঘুমায় হেরো গুটিয়ে পাখা॥


অসময়ে হে রসময় ভাঙিয়ো না লতার হৃদয়,


তনুতে এলে অনুরাগ হেরিবে না ফাঁকা-ফাঁকা॥


আসছে-ফাগুনমাসে আসিয়ো ইহার পাশে,


আজ যে-লতা কয় না কথা, সেদিন তায় যাবে না রাখা॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !