২৫
ঝিঁঝিট কাহারবা
সেই পুরানো সুরে আবার গান গেয়ে কে যায় নিতি।
গেয়েছিল এমনই সুরে একদা এক অতিথি॥
কণ্ঠে তাহার এমনি মায়া প্রাণ-মাখানো এমনই,
গাইত হতাশ তরুণ পথিক, এমনই করুণ-গীতি॥
এনেছিল বাসন্তী রং তার ছোঁয়া আমার প্রাণে,
মুছে গেছে রঙের সে দাগ, কে জাগায় ফের তার স্মৃতি॥
চলে গেছে তাহার সাথে বসন্ত মোর অকালে,
ভরে গেছে ঝরা ফুলে শুকনো পাতায় বনবীথি॥
ভুলিয়া ছিলাম ভালো তাই কি পুন কাঁদাতে
আসিল সে সিঁদুর-রাগে রাঙাতে সাঁঝের সিঁথি॥
No comments:
Write comments