কে কী হবি বল
বোন :
সাত ভাই চম্পা কে কী হবি বল।
তোরা কে কী হবি বল।
কেলো, ভুলো, হেবো, পচা, ভুতো, ন্যাড়া, ডল।
প্রথম ভাই :
আমি হব কাবলিওয়ালা,
এক কুলো চাপ দাড়ি।
“তেরে মুসে আগা, মোর মাগায়া,
লেয়াও রুপি তাড়াতাড়ি!”
দ্বিতীয় ভাই :
আমি হব পণ্ডিত মশাই,
কাঁপবে ছেলের দল
দেখে কাঁপবে ছেলের দল॥
তূতীয় ভাই :
আমি হব ফেরিওয়ালা,
চাই চানাচুর ঘুগনিদানা!
পাড়ায় পাড়ায় ফিরব ঘুরে
পারবে না কেউ করতে মানা!
রাত্রে হাঁকব 'কুলফি বরফ'
হায় কী মজার কল॥
চতুর্থ ভাই :
আমি হব জজ সায়েব,
দিব ফাঁসি ছ-মাস করে,
পঞ্চম ভাই :
দারোগা আমি,
তোর জজকে চালান দিব থানায় ধরে।
ষষ্ঠ ভাই :
আমায় দেখে দারোগা গুড়ুম,
আমি হব কনিষ্ঠ-বল॥
সপ্তম ভাই :
আমি হব বাবার বাবা,
মা সে আমার ভয়ে
ঘোমটা দিয়ে লুকোবে কোণে
চুনি-বিল্লি হয়ে!
বলব বাবায়, ওরে খোকা
শিগগির পাঠশাল চল॥
No comments:
Write comments