৮৮
দ্বৈত গান
পুরুষ॥
পরান হরিয়া ছিলে পাসরিয়া।
কেমনে লো প্রিয়া আনন্দে!
স্ত্রী॥
ছিনু কী যেন স্বপনে মগ্না
পু॥
আজি হবে কি এ কন্ঠ-লগ্না?
স্ত্রী॥
না, না।
পু॥
হায় ফুল ফুটবে না কি এ বসন্তে।
মালঞ্চে পাপিয়া উঠিছে ডাকিয়া,
বিরহী এ হিয়া উঠিছে কাঁপিয়া
হৃদয় চাপিয়া রেখো না আর,
খোলো গো মনের দ্বার!
স্ত্রী॥
মুখে আসে না বুকের ভাষা,
কেমনে জানাই ভালোবাসা?
পু॥
প্রেমের দরিয়া ওঠে উছলিয়া,
স্ত্রী॥
কে করে সে প্রেমের আশা।
পু॥
চাও?
স্ত্রী॥
যাও।
No comments:
Write comments