Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, December 7, 2016

লুকোচুরি খেলতে হরি

৫২


ধানী মিশ্র কাওয়ালি


  


লুকোচুরি খেলতে হরি হার মেনেছ আমার সনে।


লুকাতে চাও বৃথাই হে শ্যাম, ধরা পড় ক্ষণে ক্ষণে॥


গহন মেঘে লুকাতে চাও, অমনি রাঙা চরণ লেগে


যে পথে ধাও সে পথ ওঠে ইন্দ্রধনুর রঙে রেঙে,


চপল হাসি চমকে বেড়ায় বিজলিতে নীল গগনে॥


রবি-শশী-গ্রহ-তারা তোমার কথা দেয় প্রকাশি,


ওই আলোতে হেরি তোমার তনুর জ্যোতি মুখের হাসি।


হাজার কুসুম ফুটে ওঠে লুকাও যখন শ্যামল বনে॥


মনের মাঝে যেমনি লুকাও, মন হয়ে যায় অমনি মুনি,


ব্যথায় তোমার পরশ যে পাই, ঝড়ের রাতে বংশী শুনি,


দুষ্টু তুমি দৃষ্টি হয়ে লুকাও আমার এই নয়নে॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !