Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Thursday, December 1, 2016

গুলবাগিচার বুলবুলি আমি

গুলবাগিচা



সিন্ধু-কাফি লাউনি


  


গুলবাগিচার বুলবুলি আমি


    রঙিন প্রেমের গাই গজল।


অনুরাগের লাল শারাব মোর


    চোখে ঝলে ঝলমল॥


আমার গানের মদির ছোঁয়ায়


গোলাপ-কুঁড়ির ঘুম টুটে যায়,


সে গান শুনে প্রেম-দিওয়ানা


    কবির আঁখি ছলছল॥


লাল শিরাজির গেলাস-হাতে তন্বী সাকি পড়ে ঢুলে,


আমার গানে মিঠা পানির লহর বহে নহরনহর : ছোটো নদী।
-কূলে।


ফুটে ওঠে আনারকলি


    নাচে ভ্রমর রং-পাগল॥


সে-সুর শুনে দিশাহারা


ঝিমায় গগন ঝিমায় তারা,


চন্দ্র জাগে তন্দ্রাহারা


    বনের চোখে শিশিরজল॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !