Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, December 6, 2016

ভুল করে যদি


দরবারি-কানাড়া মিশ্র একতালা


  


ভুল করে যদি ভালোবেসে থাকি


ক্ষমিয়ো সে অপরাধ।


অসহায় মনে কেন জেগেছিল


ভালোবাসিবার সাধ॥


কত জন আসে তব ফুলবন –


মলয়, ভ্রমর, চাঁদের কিরণ,


তেমনই আমিও আসি অকারণ


অপরূপ উন্মাদ॥


তোমার হৃদয়-শূন্যে জ্বলিছে


কত রবি শশী তারা,


তারই মাঝে আমি ধূমকেতু-সম


এসেছিনু পথহারা।


তবু জানি প্রিয়, একদা নিশীথে


মনে পড়ে যাবে আমারে চকিতে,


সহসা জাগিবে উৎসব-গীতে


সকরুণ অবসাদ॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !