নবার নামতা পাঠ
(গান)
নবা :
একদা এক হাড়ের গলায়
বাঘ ফুটিয়াছিল—
নবার বাবা :
হাঁ রে নবা, এই বুঝি নামতা পড়া হচ্ছে? খেয়ে উঠে যদি তোর নামতা পড়া না পাই, তা হলে আজ তোর হাড় এক জায়গায় মাস এক জায়গায় করব। বুঝলি?
নবা :
না বাবা,আমি তো পড়ছি!
(নামতা পাঠ)
একেককে এক–
বাবা কোথায়, দেখ!
দুয়েককে দুই–
নেই কো? একটু শুই!
তিনেককে তিন–
তিনেককে তিন–
চারেককে চার–
ওই ঘরে আচার!
পাঁচেককে পাঁচ–
হুই দেখ কুলের গাছ।
ছয়েককে ছয়–
বাবা গুড বয়!
সাতেককে সাত—
পণ্ডিত মশাই কাত!
আটেককে আট–
আমি বড়ো লাট!
নয়েককে নয় –
আর একটু ভয়!
বাবা আপিস! ব্যস!
(গান)
আমি যদি বাবা হতুম, বাবা হত খোকা,
না হলে তার নামতা পড়া,
মারতাম মাথায় টোকা।
রোজ যদি হত রবিবার!
কী মজাটাই হত যে আমার!
কেবল ছুটি! থাকত নাকো নামতা লেখা জোকা!
থাকত নাকো যুক্ত অক্ষর, অঙ্কে ধরত পোকা॥
No comments:
Write comments