Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে

৬০


দেশ – জয়জয়ন্তী একতালা


  


ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম


ভূ-ভারত চাহিছে তোমায়।


ধরিতে ধরার ভাব, নাশিতে এ হাহাকার


আরবার এসো এ ধরায়॥


নিখিল মানবজাতি কলহ ও দ্বন্দ্বে,


পীড়িত শ্রান্ত আজি কাঁদে নিরানন্দে,


শঙ্খ-পদ্ম হাতে এ ঘোর তিমির-রাতে


তিমিরবিদারী এসো অরুণ-প্রভায়॥


বিদূরিত কারো এই নিরাশা ও ভয়,


মানুশে মানুষে হোক প্রেম অক্ষয়।


কলিতে দলিতে এসো এই দুখ-পাপ-তাপ,


দেহো বর সুন্দর, শেষ হোক অভিশাপ!


গদা ও চক্র করে অরিন্দম এসো,


হতমান দুর্বল মাগিছে সহায়॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !