৫৭
পাহাড়ি মিশ্র কাহারবা
এসো
নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া
কৃষ্ণ কানাইয়া হরি।
মাখি
গোখুর-ধূলিরেণু গোঠে চরাইয়া ধেনু
বাজায়ে বাঁশের বাঁশরি॥
গোপী-চন্দনচর্চিত অঙ্গে
প্রাণ মাতাইয়া প্রেম-তরঙ্গে,
বামে
হেলায়ে ময়ূর-পাখা দুলায়ে তমাল-শাখা
নীপবনে দাঁড়ায়ে ত্রিভঙ্গে।
এসো
লয়ে সেই শ্যামশোভা ব্রজবধূ মনোলোভা
সেই পীতবসন পরি॥
এসো গগনে ফেলি নীল ছায়া,
আনো পিপাসিত চোখে মেঘমায়া।
এসো মাধব, মাধবীতলে,
এসো বনমালী বনমালা গলে,
এসো
ভক্তিতে প্রেমে আঁখি-জলে।
এসো
তিলকলাঞ্ছিত সুরনরবাঞ্ছিত
বামে লয়ে রাইকিশোরী॥
No comments:
Write comments