Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Thursday, December 1, 2016

সোনার মেয়ে! সোনার


মিশ্র-পিলু দাদরা


  



  

সোনার মেয়ে! সোনার মেয়ে!


তোমার রূপের মায়ায় আমার



  

          নয়ন ভুবন গেল ছেয়ে॥



  

ঝরে তোমার রূপের ধারা



  

চন্দ্র জাগে তন্দ্রাহারা,



  

আকাশ-ভরা হাজার তারা



  

          তোমার মুখে আছে চেয়ে॥



  

কোন গ্রহ-লোক ব্যথায় ভরে



  

কোন অমরা শূন্য করে



ওলো

রাখলে চরণ ধরার পরে



  

          রং-সাগরের রঙে নেয়ে॥



  

শিল্পী আঁকে তোমার ছবি,



  

তোমারই গান গাহে কবি,



  

নিশীথিনী হারিয়ে রবি



  

          চাঁদ হাতে পায় তোমায় পেয়ে॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !