৪
শংকরা একতালা
পলাশ ফুলের মউ পিয়ে ওই
বউ-কথা-কও উঠল ডেকে।
শিস দিয়ে যায় উদাস হাওয়া
নেবুফুলের আতর মেখে॥
এমন পূর্ণচাঁদের রাতি
নেই গো সাথে জাগার সাথি,
ফুলহারা মোর কুঞ্জবীথি
কাঁটার স্মৃতি গেছে রেখে॥
শূন্য মনে একলা গুনি
কান্নাহাসির পান্না-চুনি,
বিদায়বেলার বাঁশি শুনি
আসছে ভেসে ওপার থেকে॥
No comments:
Write comments