৭১
ভৈরবী দাদরা
হেলে দুলে বাঁকা কানাইয়া গোকুলে চলে।
গোপনারী ভুলি স্বজন
যৌবন-মন পায়ে তার লুটায়,
বংশী বাজায়ে সে
গোকুলে চলে॥
দলে দলে গোপ-রাখাল
ব্রজদুলাল নাচে তমাল-ছায়।
পুষ্প-মালঞ্চে বনান্তে আনন্দে
গোপাল চলে॥
No comments:
Write comments