৮৪
যোগিয়া একতালা
জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী,
চিন্ময়ী রূপে জাগো।
তব কনিষ্ঠা কন্যা ধরণি
কাঁদে আর ডাকে ‘মা গো’ ॥
বরষ বরষ বৃথা কেঁদে যাই,
বৃথাই মা তোর আগমনি গাই,
সেই কবে মা আসিলি ত্রেতায়
আর আসিলি না গো॥
কোটি নয়নের নীল পদ্ম মা
ছিঁড়িয়া দিলাম চরণে তোর,
জাগিলিনে তুই, এলিনে ধরায়,
মা কবে হয় হেন কঠোর॥
দশ ভুজে দশ প্রহরণ ধরি
আয় মা দশ দিক আলো করি,
দশ হাতে আন কল্যাণ ভরি
নিশীথ-শেষে উষা গো॥
No comments:
Write comments