Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, December 7, 2016

মোর বুক-ভরা ছিল আশা

৯০


দেশ–খাম্বাজ কাওয়ালি


  



মোর

বুক-ভরা ছিল আশা



ছিল

প্রাণ-ভরা ভালোবাসা।



হায়

আসিল সে যবে কাছে



  

মোর  মুখে সরিল না ভাষা॥



আমি

পেয়েছিনু তায় একা,



তার

চোখে ছিল প্রেম-লেখা,



তবু

বলিতে নারিনু, প্রাণে



  

মোর  কাঁদিছে কোন দুরাশা॥



আমি

পান না করিনু বারি



এসে

ভরা সরসীর তীরে,



হায়

আমার মতন ‘শহিদ’



কেহ

দেখেছে কোথাও কি রে?



এই

তৃষ্ণা-কাতর বুকে



ছিল

মরুভূমির পিপাসা॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !