Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, December 7, 2016

মাতল গগন-অঙ্গনে

৪৭


দরবারি কানাড়া মিশ্র রূপক


  


মাতল গগন-অঙ্গনে ওই


আমার রণ-রঙ্গিণী মা।


সেই মাতনে উঠল দুলে


ভূলোক দ্যুলোক গগন-সীমা॥


আঁধার-অসুর-বক্ষপানে


অরুণ আলোর খড়্গ হানে,


মহাকালের ডম্বরুতে উঠল বেজে মা-র মহিমা॥


সৃষ্টিপ্রলয় যুগল নূপুর


বাজে শ্যামার যুগল পায়ে,


গড়িয়ে পড়ে তারার মালা


উল্কা হয়ে গগন-গায়ে।


লক্ষ গ্রহের মুণ্ডমালা দোলে গলে দোলে ওই


বজ্র-ভেরির ছন্দ-তালে নাচে শ্যামা তাথইথই,


অগ্নিশিখায় ঝলকে ওঠে


খড়্গ-ঝরা লাল শোণিমা॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !