ছিনিমিনি খেলা
ন্যাড়া :
এই গুয়ে! পুকুরের অত কাছে যাসনে! পা পিছলে পড়ে যাবি। দেখছিসনে পুকুরটা জলে কীরকম টইটুম্বুর হয়ে উঠেছে।
গুয়ে :
দেখ না ভাই, কী সুন্দর শাপলা আর সুঁদিফুল ফুটে রয়েছে! চারটি তুলে আনি।
ন্যাড়া :
ওরে না না, মা বলেছে পুকুর জল-দানো আছে! ঠ্যাং ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাবে। তার চেয়ে আয় চারটি খোলামকুচি কুড়িয়ে এনে ছিনিমিনি খেলি। আচ্ছা, পুঁটো, তুই আগে ছোঁড়।
পুঁটো :
না ভাই, এক সঙ্গে ছুঁড়ি। দেখি, কার কতদূর যায়। রেডি— ওয়ান, টু, থ্রি (সকলে খোলামকুচি ছুঁড়িল)।
ন্যাড়া :
ওরে ভাই, দ্যাখ দ্যাখ, ব্যাংটার মাথায় লেগেছে। ওই দেখ, জলে নেমে চিত হয়ে পড়ল। ঠিক যেন মনি-ব্যাগ ভাসছে।
পুঁটো :
আচ্ছা ভাই, মা যে বলে—জল ঘাঁটলে সর্দি হয়, কই ব্যাঙের তো সর্দি হয় না।
(ব্যাঙের ডাক)
(সকলের গান)
ও ভাই কোলা ব্যাং, ও ভাই কোলা ব্যাং।
সর্দি তোমার হয় না বুঝি, ও ভাই কোলা ব্যাং।
সারাটি দিন জল ঘেঁটে যাও ছড়িয়ে দুটি ঠ্যাং।
ও ভাই কোলা ব্যাং॥
লক্ষ্মী মেয়ে মা তোর বুঝি,
খেললে বেড়ায় নাকো খুঁজি,
কেউ বকে না, মজাসে তাই গাইছ ঘ্যাঙর ঘ্যাং॥
দিবানিশি জল ঘাঁট, তাও
চোখ ওঠে না, কী ওষুধ খাও?
জল-দানোটা আসলে, ফেলে দাও কি মেরে ল্যাং॥
ব্যাংদাদা, তোর মায়ের মতো
মা যদি মোর লক্ষ্মী হত,
তোর সাথে ভাই থাকতাম জলে—
ছেডেং ডেডেং ড্যাং।
ছেডেং ডেডেং ড্যাং॥
No comments:
Write comments