৭৮
ইমন-মিশ্র পোস্তা
তওফিকতওফিক : শক্তি। দাও খোদা ইসলামে
মুসলিম-জাঁহা পুন হোক আবাদ।
দাও সেই বাহু, সেই দিল্ আজাদ॥
খয়বর খয়বর : বিশ্বনবির সময়ের দুর্ভেদ্য দুর্গ যা মহাবীর আলী জয় করেন। -জয়ী শেরে-খোদারশেরে-খোদার : বীরশ্রেষ্ঠ হজরত আলির উপাধি। ,
দাও সেই মদিনা সে বোগদাদ॥
দাও
সে হামজাহামজা : হজরতের যুদ্ধবিশারদ পিতৃব্য আমির হামজা, যিনি ওহোদের যুদ্ধে শহিদ হন। সেই বীর ওলিদওলিদ : ইসলামের প্রথম যুগের প্রখ্যাত মুসলিম বীর।
দাও সেই ওমর হারুণ-অল-রশিদ,
পাপ দুনিয়াতে চলুক জেহাদ॥
দাও
সেই রুমী সাদীসাদী : জগদ্বিখ্যাত কবি শেখ মুসলেহউদ্দীন সাদী। হাফিজহাফিজ : বিশ্ববিখ্যাত কবি শামসুদ্দীন মুহাম্মদ হাফিজ।
দাও
সেই আকবর সেই শাহ্জহান
দাও তাজমহলের স্বপ্ন-সাধ॥
দাও
ভায়ে ভায়ে সেই মিলন
সেই স্বার্থত্যাগ দৃপ্ত মন,
উড়ুক নিশান ফের যুক্ত-চাঁদ॥
No comments:
Write comments