৫৩
দেশ দাদরা
দুপুরবেলাতে একলা পথে
ও কে
হেলিয়া দুলিয়া চলিয়া যায়।
খ্যাপা হাওয়াতে উড়িছে আঁচলা,
খোঁপা
খুলিয়া খুলিয়া খুলিয়া যায়॥
ছল করে জল যায় সে আনিতে
দেখিয়া গুরুজন ঘোমটা দিতে
ও সে
ভুলিয়া ভুলিয়া ভুলিয়া যায়॥
কাহার গলার মালার তরে
আপন মনে আঁচল ভরে
ফুল
তুলিয়া তুলিয়া তুলিয়া যায়॥
কার বিরহে পরান দহে,
কীসের নেশায় মদির মোহে
ও সে
ঢুলিয়া ঢুলিয়া ঢুলিয়া যায়॥
No comments:
Write comments