Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, December 7, 2016

ওই কাজল-কালো চোখ

৭১


বেহাগ–খাম্বাজ দাদরা


  


ওই    কাজল-কালো চোখ


আদি কবির আদি রসের


যেন দুটি শ্লোক।


ওই   কাজল-কালো চোখ॥


পুষ্প-লতার পত্রপুটে


দুটি কুসুম আছে ফুটে,


সেই আলোকে রেঙে ওঠে


বনের গহন লোক (গো)


আমার    মনের গহন লোক॥


রূপের সায়র সাঁতরে বেড়ায়


পানকৌড়ি পাখি


ওই          কাজল-কালো আঁখি।


মদির আঁখির নীল পেয়ালায়


শরাব বিলাও নাকি,


মদালসা সাকি!


  


তারার মতো তন্দ্রাহারা


তোমার দুটি আঁখিতারা


আমার চোখে চেয়ে চেয়ে


অশ্রুসজল হোক॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !