Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, December 6, 2016

আঁখি ঘুম-ঘুম

৪১


ভৈরবী তালফেরতা


  


আঁখি ঘুম-ঘুম নিশীথ নিঝুম ঘুমে ঝিমায়।


বাহুর ফাঁদে স্বপন-চাঁদে বাঁধিতে চায়॥


  আমি কার লাগি


  একা নিশি জাগি


   বিরহ-ব্যথায়।


কোথায় কাহার বুকে বঁধু ঘুমায়।


কাঁদি চাতকিনি বারি-তৃষায়।


কুসুমগন্ধ আজি যেন বিষমাখা হায়॥


কেন এ ব্যথা এ আকুলতা


  পরের লাগি এ পরান পুড়ে,


    মরুভূমিতে বারি কভু কি ঝুরে।


আমি এবার যেন মরে আসি তারই রূপ ধরে


   সে যাহারে চায়॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !