২৬
পাহাড়ি সেতারখানি
ধীরে যায় ফিরে ফিরে চায়
চলে নব অভিসারে, ভীরু কিশোরী
ওঠে পাতাটি নড়িলে সে চমকে॥
হরিণ-নয়নে সভয় চাহনি,
আসিছে কে যেন দেখিবে এখনই,
পথে সে দেয় ফেলে মুখর নূপুর খুলে,
আপন ছায়া হেরি, ওঠে গা ছমকে॥
‘চোখ গেল চোখ গেল’ ডাকে পাপিয়া
শুনিয়া শরমে ওঠে কাঁপিয়া,
হায়, যার লাগি এত, কোথায় সে
ঝিল্লি-রবে ভাবে কেউ হবে,
বনে
ফুল ঝরার আওয়াজে দাঁড়ায় সে থমকে॥
No comments:
Write comments