Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, December 6, 2016

অসুর-বাড়ির ফেরত

৮২


ভৈরবী একতালা


  


অসুর-বাড়ির ফেরত এ মা


শ্বশুরবাড়ির ফেরত নয়।


দশভুজার করিস পূজা


ভুলরূপে সব জগৎময়॥


নয় গৌরী নয় এ উমা


মেনকা যার খেত চুমা,


রুদ্রাণী এ, এ যে ভূমা,


এক সাথে এ ভয়-অভয়॥


অসুর দানব করল শাসন


এইরূপে মা বারে বারে


রাবণ-বধের বর দিল মা


এইরূপে রাম-অবতারে।


  


দেব-সেনানী পুত্রে লয়ে


যায় এই মা, দিগ্‌বিজয়ে


সেইরূপে মায়ের কর রে পূজা


ভারতে ফের আসবে জয়॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !