Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, December 7, 2016

রঙ্গিলা আপনি রাধা

৮২


হোরি


কাফি–-সিন্ধু কাহারবা


  


রঙ্গিলা আপনি রাধা


তারে হোরির রং দিয়ো না।


ফাগুনের রানি যে, তায়,


আর ফাগে রাঙিয়ো না॥


রাঙা আবির-রাঙা ঠোঁটে


গালে ফাগের লালি ফোটে,


রং-সায়রে নেয়ে উঠে


অঙ্গে ঝরে রঙের সোনা॥


অনুরাগ-রাঙা মনে


রঙের খেলা ক্ষণে ক্ষণে,


অন্তরে যার রঙের লীলা


(তারে) বাহিরের রং লাগিয়ো না॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !