৬৮
বাউল
বিজন গোঠে কে রাখাল বাজায় বেণু।
আমি
সুর শুনে তার বাউল হয়ে এনু গো॥
ওই সুরে পড়ে মনে
কোন সুদূর বৃন্দাবনে
যেত
নন্দদুলাল ব্রজের গোপাল বাজিয়ে বেণুবনে।
পথে
লুটত কেঁদে গোপবালা, ভুলত তৃণ ধেনু গো॥
কবে নদিয়াতে গোরা
ও ভাই
ডেকে যেত এমনি সুরে এমনি পাগলকরা,
কেঁদে
ডাকত বৃথাই শচিমাতা, সাধত বসুন্ধরা,
প্রেমে
গলে যেত নরনারী যাচত পদরেণু গো॥
No comments:
Write comments