কালোজাম রে ভাই
কালোজাম রে ভাই!
আমি কি তোমার ভায়রাভাই?
লাউ বুঝি তোর দিদিমা
আর কুমড়ো তোর দাদামশাই॥
তরমুজ তোর ঠাকুমা বুঝি
কাঁঠাল তোমার ঠাকুরদা,
গোলাবজাম তোর মাসতুতো ভাই
জামরুল কি ভাই তোর বোনাই॥
পেয়ারা কি তোর লাটিম রে ভাই
চিচিঙ্গে তোর লাঠি,
জাম্বুরা তোর ফুটবল
আর লঙ্কা চুষিকাঠি।
টোপাকুল তোর বউ বুঝি
আরে বৈঁচি লিচু তোর জামাই॥
নোনা আতা সোনা ভাই তোর
রাঙাদি তোর লাল মাকাল,
ডাব বুঝি তোর পানি-পাঁড়ে
ঢিল বুঝি তোর ভাদুরে তাল।
গেছো দাদা, আয় না নেমে
গালে রেখে চুমু খাই॥
No comments:
Write comments