Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

চাঁদের পিয়ালাতে আজি

১৪


বাগেশ্রী কাওয়ালি


  


চাঁদের পিয়ালাতে আজি


   জোছনা-শিরাজি ঝরে।


ঝিমায় নেশায় নিশীথিনী


   সে শরাব পান করে॥


সবুজ বনের জলসাতে


তৃণের গালিচা পাতে,


উতল হাওয়া বিলায় আতর


   চাঁপার আতরদানি ভরে॥


সাদা মেঘের গোলাব-পাশে


   ঝরিছে গোলাব-পানি,


রজনিগন্ধার গেলাসে


   রজনি দেয় সুরা আনি।


কোয়েলিয়া কুহুকুহু,


গাহে গজল মুহুমুহু,


সুরের নেশা সুরার নেশা


   লাগে আজি চরাচরে॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !