Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Friday, December 2, 2016

কেন ফোটে, কেন কুসুম


পিলু-বারোয়াঁ কাহারবা


  



  

কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়!



  

মুখের হাসি চোখের জলে মরে যায়॥



  

            নিশীথে যে কাঁদিল প্রিয় বলে



  

            নিশি-ভোরে সে কিন হায় সরে যায়॥



হায়

আজ যাহার প্রেম করে গো রাজাধিরাজ



  

কাল কেন সে চির-কাঙাল করে যায়॥



  

            মান অভিমান খেলার ছলে



  

            ফেরে না আর যে যায় চলে,



  

মিলন-মালা মলিন ধুলায়, ভরে যায়॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !