৪৬
নটনারায়ণ তেওড়া
নাচে নাচে রে মোর কালো মেয়ে
নৃত্যকালী শ্যামা নাচে।
নাচ হেরে তার নটরাজও
পড়ে আছে পায়ের কাছে॥
মুক্তকেশী আদুল গায়ে
নেচে বেড়ায় চপল পায়ে
মার চরণে গ্রহতারা নূপুর হয়ে জড়িয়ে আছে॥
ছন্দ-সরস্বতী দোলে পুতুল হয়ে মায়ের কোলে
সৃষ্টি নাচে, নাচে প্রলয়, মায়ের আমার পায়ের তলে রে।
আকাশ কাঁপে নাচের ঘোরে
ঢেউ খেলে যায় সাত সাগরে
সেই নাচনের পুলক দোলে
ফুল হয়ে রে লতায় গাছে॥
No comments:
Write comments