Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, December 3, 2016

নাচে সুনীল দরিয়া

৫১


ভৈরবী - দাদরা


  


নাচে  সুনীল দরিয়া আজি দিল-দরিয়া


পূর্ণিমা চাঁদেরে পেয়ে।


কূলে তার ঝুমুর ঝুমুর ঘুমুর বাজে মিঠে আওয়াজে


নাচে জল-পরির মেয়ে॥


তার জল-ছলছল কূলে কূলে


ফেনিল যৌবন ওঠে দুলে;


চাঁদিনি উজল তনু ঝলমল


পরানে উছল জাগে জোয়ার,


আধো ঘুমে আসে তার নয়ন ছেয়ে॥


জল-বালা মুক্তামালা গাঁথে নিরালা


চাঁদের তরে,


কাজল-বরনি তরুণী তটিনী চলেছে ধেয়ে॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !