Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, November 30, 2016

বনে বনে জাগে কী আকুল

৩৭


ভৈরবী – সেতারখানি


  


বনে বনে জাগে কী আকুল হরষন।


ফুল-দেবতা এল দিতে ফুল-পরশন॥


হরিততর আজি পল্লব বনবাস,


মুকুল-জাগানিয়া সমীরণ ফেলে শ্বাস,


বেপথু লতা যাচে মধুপের দরশন॥


কিশোর-হিয়া-মাঝে যৌবন-দেবতা


গোপনে আনে নব জাগরণ-বারতা,


বধূর সাথে খোঁজে বঁধু বন নিরজন॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !