Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, November 29, 2016

পেয়ে কেন নাহি পাই

৩২


খাম্বাজ – ঠুংরি


  



  

পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম


    হে চির-সুদূর প্রিয়তম।।



  

তুমি আকাশের চাঁদ,



আমি

পাতিয়া সরসী-ফাঁদ



  

জনম জনম কাঁদি


    কুমুদীর সম।



  

হে চির-সুদূর প্রিয়তম।।



আমি

ফুলের কুলের রাধা,



  

বৃন্তের কলে বাঁধা,



  

চপল গগন-চারী


    তুমি নিরমম।



  

হে চির-সুদূর প্রিয়তম।।



  

নিখিলের রূপে রূপে



  

দেখা দাও চুপে চুপে,



  

এলে না মুরতি ধরি


    ওগো নিরুপম!



  

হে চির-সুদূর প্রিয়তম।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !