Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Sunday, November 27, 2016

অন্য প্রেমিককে

দীওয়ান-ই-হাফিজ


গজল ৫


  


কোথায় সুবোধ সংযমী, তার তুল্ এ-মাতাল অপাত্রে ছাই!


তাদের ফথ আর আমার এ-পথ বহুত বহুত তফাত যে ভাই!


  


ধরম শরম? চুলোয় সে যাক! প্রেম-শিরাজির প্রেমিক এ-জন,


নীতির নীরস ঠোঁট চেপে শোন রবাবরবাব : বেহালাজাতীয় বাদ্যযন্ত্র বিশেষ। -বীণের ঝিঁঝিট-বেদন?


  


মসজিদে গে শিখনু পরা ফেরেববাজিরফেরেববাজি : প্রতারণা। কুর্তি কালো;


ভাই রে, আমার আতশআতশ : আগুন। -পূজা শরাব-শিরীর স্ফূর্তি ভালো।


  


মিলন-চুমুর শিরীন স্মৃতি আবছায়া তাও হয় না মনে!


হায় কোথা সেই জাদুর মায়া, মান করে জল নয়না-কোণে?


  


দোস্তের অরূপ রূপ-দরিয়ায় দুশমনে ছাই পায় না রতন,


রবির শিখায় স্তিমিত প্রদীপ জ্বালতে সে ছাই খাম্‌খা যতন!


  


সেবেরসেবে : সুমিষ্ট ফল বিশেষ, আপেল। মতন স-টোল চিবুক-কূপটি প্রিয়ার রাস্তাতে না?


আশেক পথিক, সামলে চলিস! আস্তে! পড়েই যাস তাতে বা!


  


সুরমা আঁখির অঞ্জন আমার, পিতম, তোমার চরণ-রেণু,


এই মদিনা-মক্কা, হেথাই বাজবে আমার মরণ-বেণু!


  


আশ্ কোরো না বন্ধু আমার, হাফিজহাফিজ : কবি হাফিজের সমাধি। হতে চুম-ভরা ঘুম,


শান্তি কী চিজ? আরাম কোথায়? কলজেতে মোর জ্বলছে আগুন।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !