Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, November 30, 2016

কানন গিরি

ভীমপলশ্রী – দাদরা


  


কানন গিরি সিন্ধু-পার ফিরনু পথিক দেশ-বিদেশ।


ভ্রমিনু কতই রূপে এই সৃজন ভুবন অশেষ।।


তীর্থ-পথিক এই পথের ফিরিয়া এল না কেউ,


আজ এ পথে যাত্রা যার, কাল নাহি তার চিহ্ন লেশ।।


রাত্রি দিবার রংমহল চিত্রিত এ চন্দ্রাতপ


দু-দিনের এ পান্থবাস এই ভুবন – এ সুখ-আবেশ।।


ভোগ-বিলাসী ‘জমশেদের’জমশেদ : এই পারস্য সম্রাট প্রথম শরাব-সাকির প্রবর্তন করেন। জলসা ছিল এই সে দেশ,


আজ শ্মশান, ছিল যথায় ‘বহরামের’বহরাম : ইরানের ভোগ-বিলাসী সম্রাট। আরাম আয়েশ।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !