Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, November 30, 2016

নমো নমো নমো নমঃ হে নটনাথ


দুর্গা – গীতাঙ্গী


  


নমো নমো নমো নমঃ হে নটনাথ!


নব ভবনে করো শুভ চরণ-পাত।


নৃত্য-ভঙ্গিতে সৃজন-সংগীতে


বিশ্বজন-চিতে আনো নব-প্রভাত॥


তোমার জটাজূটে বহে যে জাহ্নবী


তাহারই সুরে প্রাণ জাগাও, আদি কবি!


শুচি ললাটতলে


যে শিশু শশী ঝলে,


তারই আলোকে হরো দুখ-তিমির-রাত॥


হে চির-সুন্দর, দেহো আশীর্বাদ –


হউক দূর সব অতীত অবসাদ।


লঙ্ঘি সব বাধা


তব পতাকা বহি,


ফুল্লমুখে সহি সকল সংঘাত॥


  


নব জীবনে লয়ে আশা অভিনব


ভুলি সকল লাজ গ্লানি পরাভব,


এ নাট-নিকেতনে আরতি করি তব


হে শিব, করো নব-জীবন সঞ্জাত॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !