Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Sunday, November 27, 2016

নিবিড়তর

বাংলার “আজীজ”


পোহয়নি রাত, আজান তখনও দেয়নি মুয়াজ্জিনমুয়াজ্জিন : নামাজের আহ্বায়ক।
,


মুসলমানের রাত্রি তখন আর-সকলের দিন।


অঘোর ঘুমে ঘুমায় যখন বঙ্গ-মুসলমান,


সবার আগে জাগলে তুমি গাইলে জাগার গান!


ফজরফজর : প্রত্যুষ।
বেলার নজর ওগো উঠলে মিনার পর,


ঘুম-টুটানো আজান দিলে – ‘আল্লাহো আকবর!’


কোরান শুধু পড়ল সবাই বুঝলে তুমি একা,


লেখার যত ইসলামি জোশ তোমায় দিল দেখা।


  


খাপে রেখে অসি যখন খাচ্ছিল সব মার,


আলোয় তোমার উঠল নেচে দু-ধারী তল্‌য়ার!


চমকে সবাই উঠল জেগে, ঝলসে গেল চোখ,


নৌজোয়ানীর খুন-জোশিতেখুন-জোশিত : রক্তের উদ্দীপনা।
মস্ত্ হল সব লোক!


আঁধার রাতের যাত্রী যত উঠল গেয়ে গান,


তোমার চোখে দেখল তারা আলোর অভিযান।


বেরিয়ে এল বিবর হতে সিংহশাবক দল,


যাদের প্রাতাপ-দাপে আজি বাংলা টলমল!


এলে নিশান-বরদার বীর, দুশমন পর্দার,


লায়লালায়লা : রাত্রি। চিরে আনলে নাহারনাহার : দিন।
, রাতের তারা-হার!


  


সাম্যবাদী! নর-নারীরে করতে অভেদ-জ্ঞান,


বন্দিনিদের গোরস্থানে রচলে গুলিস্তান!


শীতের জরা দূর হয়েছে ফুটছে বাহার-গুল,


গুলশনে গুল ফুটল যখন – নাই তুমি বুলবুল!


মশালবাহী বিশাল পুরুষ! কোথায় তুমি আজ?


অন্ধকারে হাতড়ে মরে অন্ধ এ-সমাজ।


নাইকো সতুনসতুন : স্তম্ভ।
, পড়ছে খসে ইসলামের আজ ছাদ;


অত্যাচারের বিরুদ্ধে আর ঘোষবে কে জেহাদ?


  


যেমনি তুমি হালকা হলে আপনা করি দান,


শুনলে হঠাৎ - আলোর পাখি – কাজ-হারানো গান!


ফুরিয়েছে কাজ, জাকছে তবু হিন্দু-মুসলমান,


সবার ‘আজীজ’, সবার প্রিয়, আবার গাহো গান!


আবার এসো সবার মাঝে শক্তিরূপে বীর,


হিন্দু-সবার গুরু ওগো, মুসলমানের পির!**) আবদুল আজীজ ছিলেন চট্টগ্রামের শিক্ষাবিদ ও মুসলিম বাংলার প্রথম গ্র্যাজুয়েট, গানটিতে তাঁরই প্রশস্তি।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !