Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, November 12, 2016

হরিণেরা

স্বপ্নের ভিতরে বুঝি–ফাল্গুনের জোছনার ভিতরে।

দেখিলাম পলাশের বনে খেলা করে

হরিণেরা; রূপালি চাঁদের হাত শিশিরে পাতায়;

বাতাস ঝরিছে ডানা — মুক্তা ঝ’রে যায়

পল্লবের ফাঁকে ফাঁকে-বনে বনে-হরিণের চোখে;

হরিণেরা খেলা করে হাওয়া আর মুক্তার আলোকে।

হীরের প্রদীপ জ্বেলে শেফালিকা বোস যেন হাসে

হিজল ডালের পিছে অগণন বনের আকাশে–

বিলুপ্ত ধূসর কোন পৃথিবীর শেফালিকা আহা;

ফাল্গুনের জোছনায় হরিণেরা জানে শুধু তাহা।

বাতাস ঝাড়িছে ডানা, হীরা ঝরে হরিণের চোখে–

হরিণেরা খেলা করে হাওয়া আর হীরার আলোকে।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !