১২
ভজন – একতালা
জবাকুসুমসঙ্কাশ ওই
উদার অরুণোদয় ।
অপগত তমোভয়।
জয় হে জ্যোতির্ময়॥
জননির সম স্নেহসজল
নীল গাঢ় গগনতল,
সুপেয় বারি প্রসূন-ফল
তব দান অক্ষয়।
অপহত সংশয়।
No comments:
Write comments