১১
ভৈরবী – দাদরা
নিশীথ-স্বপন তোর
ভুলে যা এ নিশি-শেষে
বাদল-অবসানে
আকাশ উঠেছে হেসে।।
চখার পাশে আসে
বিরহ-রাতের চখি।
আঁধার লুকাল ওই
দূর বনে এলোকেশে।।
শরম-রাঙা গালে
জাগিল কুমারী উষা,
তরুণ অরুণ ওই
এল রাঙা বর-বেশে।।
No comments:
Write comments