Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, November 30, 2016

প্যাক্ট

৫০


প্যাক্ট


  



কোরাস :

বদনা-গাড়ুতে গলাগলি করে,



  

         নব-প্যাক্টের আসনাই,



  

মুসলমানের হাতে নাই ছুরি,



  

         হিন্দুর হাতে বাঁশ নাই॥



  

আঁটসাঁট করে গাঁট-ছড়া বাঁধা



  

         হল টিকি আর দাড়িতে,



  

‘বজ্র আঁটুনি ফসকা গেরো’? তা



  

         হয় হোক তাড়াতাড়িতে!



  

একজন যেতে চাহিবে সুমুখে,



  

         অন্যে টানিবে পিছনে,



  

ফসকা সে গাঁট হয়ে যাবে আঁট



  

         সেই টানাটানি ভীষণে!


  



  

বুকে বুকে মিল হল নাকো, মিল



  

         হল পিঠে পিঠে? তাই সই।



  

মিয়াঁ কন, ‘কোথা দাদা মোর?’আর



  

         বাবু কন ‘মিয়াঁ ভাই কই’?



  

বাবু দেন মেখে দাড়িতে ‘খেজাব’খেজাব : কলপ।,



  

         মিয়াঁ চৈতনে তৈল,



  

চার চোখে করে আড়া-চোখাচোখি



  

         কী মধু-মিলন হইল!



  

বাবু কন, ‘খাই তোমারে তুষিতে



  

         ওই নিষিদ্ধ কুঁকড়ো!’



  

মিয়াঁ কন, ‘মিল আরও জমে দাদা,



  

         যদি দাও দুটো টুকরো!



  

মোদের মুরগি হল রামপাখি, দাদা,



  

         তাও হল শুদ্ধি?



  

বাদশাহি গেছে, মুরগিও গেল,



  

         আর কার লোভে যুদ্ধি॥’



  

বাবু কন, ‘পরি লুঙি বি-কচ্ছ



  

         তোমাদের দিল্ তুষিতে!’



  

মিয়াঁ কন, রাখি ফেজে চৈতনি-



  

         ঝান্ডা সেই সে খুশিতে!



  

আমাদের কত মিয়াঁ ভাই করে



  

         বাস তব বারাণসীতে,



(আর)

বাত হলে ভাই ভাত খাই নাকো



  

         আজও তাই একাদশীতে!’



  

বাবু কন, ‘দ্যাখো চটিকা ছাড়িয়া



  

         সেলিমি নাগরা ধরেছি!’



  

মিয়াঁ কন, গোরু জবাই-এর পাপ



  

         হতে তাই দাদা তরেছি!’



  

বাবু কন, ‘এত ছাড়িলেই যদি,



  

         ছেড়ে দাও খাওয়া বড়োটা!’



  

মিয়াঁ কন, ‘দাদা মুরগি তো নাই,



  

         কী দিয়া খাইব পরটা!’



  

বাবু কন, ‘গোরু কোরবানি করা



  

         ছেড়ে দাও যদি মিয়াঁ ভাই,



তোরে

সিনান করায়ে সিঁন্দুর পরায়ে



  

         মার মন্দিরে নিয়া যাই।‘



  

মিয়াঁ কন, ‘যদি আল্লা মিয়াঁর



  

         ঘরে নাহি লও হরিনাম,



  

বলদের সাথে ছাড়িব তোমারে,



  

         যা হয় হবে সে পরিণাম!’


  



  

‘সারা-রারা-রারা’সহসা অদূরে



  

         উঠিল হোরির হররা!



  

শম্ভু ছুটিল বম্বু তুলিয়া,



  

         ছকু মিয়াঁ নিল ছোররা!



  

লাগিল হেঁচকা হেঁইয়ো হাঁইয়ো,



  

         টিকি দাড়ি ওড়ে শূন্যে–



  

ধর্মে ধর্মে করে কোলাকুলি



  

         নব-প্যাক্টেরই পুণ্যে।


  



  

বদনা-গাড়ুতে পুন ঠোকাঠুকি,



  

         রোল উঠিল ‘হা হন্ত!’



  

ঊর্ধ্বে থাকিয়া সিংগি-মাতুল



  

         হাসে ছিরকুটি দন্ত!



  

মসজিদ পানে ছুটিলেন মিয়াঁ,



  

         মন্দির পানে হিন্দু;



  

আকাশে উঠিল চির-জিজ্ঞাসা –



  

         করুণ চন্দ্রবিন্দু!

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !