Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Sunday, November 27, 2016

আলোপৃথিবী

দীওয়ান–ই–হাফিজ


গজল ১


  


হাঁ, এয় সাকিসাকি : যে শরাবের পেয়ালা হাতে দেয়। , শরাব ভর্ লাও বোলাও পেয়ালী চালাও হর্‌দম্!


প্রথম প্রেম-পথ সহজ-সুন্দর, শেষের দিক তা-র ঢালাও-কর্দম!


  


কসমকসম : দিব্যি, শপথ। তার ভাই ভোরের বায় ভায় অলক-গুচ্ছের যে-বাস কান্তার,


বহুত দিল্ খুন করলে কুন্তল কপোল-চুম্বী চপল ফাঁদদার।


  


যদিই ক-ন তোর সাগ্নিক ওই পির মুসল্লায়মুসল্লা : যে মাদুর বা আসনের উপর নামাজ পড়া হয়। কর শরাব-রঙ্গিন,


পথেই রথ যার অচিন নয় তার কোথায় পথ-ঘাট খারাব সঙ্গিনসঙ্গিন : দুর্গম।


  


আরাম সুখ মোর হারামহারাম : নিষিদ্ধ। বিলকুল পথের মঞ্জিলমঞ্জিল : পান্থ-নিবাস। পিয়ার মুল্‌কের,


নকিবনকিব : তুর্যবাদক। হরদম হাঁকায় হাম্‌দম্হাম্‌দম্ : বন্ধু, সখা। - পথিক! দূরপথ গাঁঠারি তুল্ ফের!


  


অন্ধকার রাত, ঊর্মি-সংঘাত, ঘূর্ণাবর্তও তুমুল গর্জে,


বেলায় বাস যার বুঝবে ছাই তার পথের ক্লেশ মোর সমুন্দর যে!


  


তামাম মোর কাম শুধুই বদনাম, নিজের দোষ ভাই নিজের দোষ সে,


গোপন দূর ছাই রয় কি নাম তার রাজ-সভায় যার চর্চা জোর-সে।


  


প্রসাদ চাস? বাস, গাফিল হোসনে হাফিজহাফিজ : কবির নাম। হরদম হাজির-মজলিস!


এ সব তঞ্চটতঞ্চট : গোলমাল। ঝক্কি-ঝঞ্‌ঝট ছোড়্ দে, তারপর পিয়ার খোঁজ নিস।


  




ছন্দসূত্র :–


“আলাইয়্যা আইয়োহাস্ সাকি আদির্ কা-সা ওয়ানা বিল্‌হা!”


হাঁ, এয়্ সাকি শরাব ভর্ লাও বোলাও পেয়ালী চালাও হরদম্।”

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !