Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Tuesday, November 29, 2016

ছাড়িতে পরান নাহি চায়


খাম্বাজ – দাদরা


  



  

ছাড়িতে পরান নাহি চায়


 তবু    যেতে হবে, হায়!



  

মলয়া মিনতি করে


 তবু    কুসুম শুকায়।।



  

রবে না এ মধু-রাতি



  

জানি তবু মালা-গাঁথি,



মালা

চলিতে দলিয়া যাবে


 তবু    চরণে জড়ায়।।



  

যে কাঁটার জ্বালা সয়ে



  

ফোটে ব্যথা ফুল হয়ে,



আমি

কাঁদিব সে কাঁটা লয়ে


নিশীথ-বেলায়।



তুমি

রবে যবে পরবাসে,



  

আমি দূর নীলাকাশে



  

জাগিব তোমারই আশে


নূতন তারায়।।

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !