Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Saturday, November 26, 2016

শীতের রাতের কবিতা

পাইনি বলে আজো তোমায় বাসছি ভালো, রাণি,


মধ্যে সাগর, এ-পার ও-পার করছিকানাকানি!


    আমি এ-পার, তুমি ও-পার,


    মধ্যে কাঁদে বাধারপাথার


ও-পার হ’তে ছায়া-তরু দাও তুমি হাত্‌ছানি,


আমি মরু, পাইনে তোমারছায়ার ছোঁওয়াখানি।


  


নাম-শোনা দুই বন্ধু মোরা, হয়নি পরিচয়!


আমার বুকে কাঁদছে আশা, তোমার বুকে ভয়!


    এই-পারী ঢেউ বাদল-বায়ে


    আছড়ে পড়ে তোমার পায়ে,


আমার ঢেউ-এর দোলায় তোমার ক’রলো না কূল ক্ষয়,


কূল ভেঙেছেআমার ধারে-তোমার ধারে নয়!


  


চেনার বন্ধু, পেলাম না ক’ জানার অবসর।


গানের পাখী ব’সেছিলাম দু’দিনশাখার’ পর।


    গান ফুরালো যাব যবে


    গানের কথাই মনে রবে,


পাখী তখন থাকবো না ক’-থাকবে পাখীর ,


উড়ব আমি,-কাঁদবে তুমি ব্যথারবালুচর!


  


তোমার পারে বাজ্‌ল কখন আমার পারের ঢেউ,


অজানিতা! কেউজানে না, জানবে না ক’ কেউ।


    উড়তে গিয়ে পাখা হতে


    একটি পালক পড়লে পথে,


ভুলে’ প্রিয় তুলে যেন খোঁপায় গুঁজে নেও!


ভয় কি সখি? আপনি তুমিফেলবে খুলে এ-ও!


বর্ষা-ঝরা এমনি প্রাতে আমার মত কি


ঝুরবে তুমিএক্‌লা মনে, বনের কেতকী?


    মনের মনে নিশীথ্‌-রাতে


    চুম্‌ দেবে কিকল্পনাতে?


স্বপ্ন দেখে উঠবে জেগে, ভাববে কত কি!


মেঘের সাথে কাঁদবেতুমি, আমার চাতকী!


  


দূরের প্রিয়া! পাইনি তোমায় তাই একাঁদন-রোল!


কূল মেলে না,-তাই দরিয়ায় উঠতেছে ঢেউ-দোল!


    তোমায় পেলেথাম্‌ত বাঁশী,


    আস্‌ত মরণ সর্বনাশী।


পাইনি ক’ তাই ভ’রে আছে আমার বুকেরকোল।


বেণুর হিয়া শূন্য ব’লে উঠবে বাঁশীর বোল।


  


বন্ধু, তুমি হাতের-কাছের সাথের-সাথী নও,


দূরে যত রও এ হিয়ার তত নিকটহও।


    থাকবে তুমি ছায়ার সাথে


    মায়ার মত চাঁদনী রাতে!


যত গোপন ততমধুর-নাই বা কথা কও!


শয়ন-সাথে রও না তুমি নয়ন-পাতে রও!


  


ওগো আমারআড়াল-থাকা ওগো স্বপন-চোর!


তুমি আছ আমি আছি এই তো খুশি মোর।


    কোথায় আছকেম্‌নে রাণি


    কাজ কি খোঁজে, নাই বা জানি!


ভালোবাসি এই আনন্দে আপনিআছি ভোর!


চাই না জাগা, থাকুক চোখে এমনি ঘুমের ঘোর!



রাত্রে যখন এক্‌লা শোব-চাইবে তোমার বুক,


নিবিড়-ঘন হবে যখন একলা থাকার দুখ,


    দুখেরসুরায় মস্ত্‌ হ’য়ে


    থাকবে এ-প্রাণ তোমায় ল’য়ে,


কল্পনাতে আঁক্‌ব তোমারচাঁদ-চুয়ানো মুখ!


ঘুমে জাগায় জড়িয়ে র’বে, সেই তো চরম সুখ!


  


গাইবআমি, দূরের থেকে শুনবে তুমি গান।


থাম্‌বে আমি-গান গাওয়াবে তোমারঅভিমান!


    শিল্পী আমি, আমি কবি,


    তুমি আমার আঁকা ছবি,


আমার লেখাকাব্য তুমি, আমার রচা গান।


চাইব না ক’, পরান ভ’রে ক’রে যাব দান।


  


তোমার বুকে স্থান কোথা গো এ দূর-বিরহীর,


কাজ কি জেনে?- তল কেবা পায় অতলজলধির।


    গোপন তুমি আস্‌লে নেমে


    কাব্যে আমার, আমারপ্রেমে,


এই-সে সুখে থাক্‌বে বেঁচে, কাজ কি দেখে তীর?


দূরের পাখী-গানগেয়ে যাই, না-ই বাঁধিলাম নীড়!


  


বিদায় যেদিন নেবো সেদিন নাই-বা পেলাম দান,


মনে আমায় ক’রবে না ক’-সেই তোমনে স্থান!


    যে-দিন আমায় ভুলতে গিয়ে


    কর্‌বে মনে, সে-দিনপ্রিয়ে


ভোলার মাঝে উঠবে বেঁচে, সেই তো আমার প্রাণ!


নাই বা পেলাম, চেয়েগেলাম, গেলে গেলাম গান!


  


চট্টগ্রাম


২৮.৭.২৬

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !