Search This Blog

Theme images by MichaelJay. Powered by Blogger.

Blog Archive

Wednesday, November 30, 2016

খিচুড়ি জন্তু

৪৮


খিচুড়ি জন্তু


মালবশ্রী – কাওয়ালি


  


জন্তুর মাঝে ভাই উট – খিচুড়ি!


মদ খেয়ে সৃজিয়াছে স্রষ্টা-শুঁড়ি॥


দো-তালার উঁচু আর তে-তালার ফাঁক –


  ঢিমে তে-তলার ফাঁক,


অষ্টাবক্রীয় দশটা বাঁক,


হামা দিয়ে চলে যেন তাড়কা খুড়ি॥


জিরাফের গলা তার ঘোটকিনী মুখ,


আগাগোড়া গোঁজামিল বাঁদুরে ভালুক,


গাড়িকে এ গাড়ি বাবা জুড়িকে জুড়ি॥


লাগিয়াছে দেহে গজ-কচ্ছপ রণ,


কচ্ছপি পিঠ আর গজ-নি চরণ,


আরবের হাজি মিয়াঁ – বাপ রে থুড়ি॥

No comments:
Write comments

Interested for our works and services?
Get more of our update !