১৬
ভাটিয়ালি – কাহারবা
আমার
গহিন জলের নদী।
আমি
তোমার জলে রইলাম ভেসে জনম অবধি।।
তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর
চরে এসে বসলাম রে ভাই ভাসালে সে চর।
এখন
সব হারায়ে তোমার জলে রে
আমি ভাসি নিরবধি।।
আমার
ঘর ভাঙিল ঘর পাব ভাই
ভাঙলে কেন মন,
হারালে আর পাওয়া না যায়
মনের রতন।
জোয়ার মন ফেরে না আর রে
ও সে ভাটিতে হারায় যদি।।
তুমি
ভাঙো যখন কূল রে নদী
ভাঙো একই ধার,
আর
মন যখন ভাঙো রে নদী
দুই কূল ভাঙো তার।
চর পড়ে না মনের কূলে রে
একবার সে ভাঙে যদি।।
No comments:
Write comments