২৩
সিন্ধু-ভৈরবী – পাঞ্জাবি ঠেকা
ভাঙা মন আর জোড়া নাহি যায়।
ঝরা ফুল আর ফেরে না শাখায়।।
শীতের হাওয়ায় তুষার হয়ে
গলি খরতাপে বারি যায় বয়ে,
গলে নাকো আর হৃদয়-তুষার
উষ্ণ ছোঁয়ায়।।
গাঁথি ফুলমালা নাহি দিয়া গলে
শুকালে নিঠুর তব মুঠিতলে,
হাসিবে না সে ফুল শত আঁখিজলে
আর সে শোভায়।।
স্রোতের সলিলে
যে বাঁধ বাঁধিলে
ভাঙিয়া সে বাঁধ
তোমারে ভাসায়।।
No comments:
Write comments